Hawkerbd.com     SINCE
 
 
 
 
লিগ লড়াইয়ে নামছে মেয়েরা [ অনলাইন ] 27/04/2024
লিগ লড়াইয়ে নামছে মেয়েরা

গত বছর মেয়েদের কোন ঘরোয়া ফুটবলই ছিল না।এক বছর বিরতি দিয়ে সাবিনা খাতুনদের ফুটবল লিগ আবার মাঠে গড়াচ্ছে। ২০১৯ সালে মেয়েদের লিগটা নতুন করে শুরুর পর যে তিনটা আসর হয়েছে এর মধ্যে তা থেকে এবারের লিগটা অবশ্য অনেক আলাদা।

গত তিন আসরে জড়িয়ে বসুন্ধরা কিংসের নাম।

প্রায় একচেটিয়া খেলে সেই তিনটি আসরই জিতে নিয়েছিলেন কিংসের ফুটবলার। এবারের লিগটা মাঠে গড়াচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেই কিংসকে ছাড়াই। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন কিংসে। এবার তাদের বেশিরভাগ ভিড়েছেন নাসরিন স্পোর্টস একাডেমিতে।

সাবিনা সহ কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্না চাকমা, মাসুরা পারভিন, শামসুন্নাহাররা এবার খেলছেন নাসরিনে। তাদেরকে চ্যালেঞ্জ করবে গত দুই আসরের রানার্স আপ দল আতাউর রহমান ভূইয়া সিএসসি। জাতীয় দলের আফিদা খন্দকার স্বপ্না রানী, শাহেদা আক্তার, তহুরা খাতুনদের সঙ্গে জুনিয়র পর্যায়ের অন্যতম সেরা দুই স্ট্রাইকার মোসাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দ আছেন এই দলে।

জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানীর অধীনে সেনাবাহিনী ফুটবল দল প্রথমবারের মত অংশ নিতে যাচ্ছে নারী লিগে চোখ থাকবে তাদের ওপর।
সেনাবাহিনী দলের অধিনায়ক মেহেনুর আক্তার আশাবাদী দলটাকে নিয়ে, আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি এই লিগটার জন্য। সবাই ফিট আছে। মাঠে সর্বোচ্চটা ঢেলে দিয়ে ভাল কিছুই করতে চাই আমরা এই আসরে।’ কমলাপুর স্টেডিয়ামে আগামীকাল উদ্বোধনী দিনেই মাঠে নামছে তারা। প্রতিপক্ষ আতাউর রহমান ভূইয়া সিএসসি।
এই দলটির কোচ আবার গোলাম রব্বানীরই আপন ভাই গোলাম রায়হান বাপন। দুই ভাইয়ের লড়াই আগ্রহ তৈরী করতে পারে। নাসরিন স্পোর্টসের সাবিনা প্রতিদ্বদ্বীতাপূর্ণ লিগের আশা করছেন, আতাউর রহমান ভূইয়া ক্লাব, সেনাবাহিনী, উত্তরা ক্লাবসহ বেশ কয়েকটি দলেই ভাল ফুটবলাররা আছে। লিগটা তাই একপেশে হবে না অন্তত।’

মোট ৯ টি দল অংশ নিচ্ছে এ আসরে। অন্য দলগুলো হলো সিরাজ স্মৃতি সংসদ, সদ্য পুস্করনী জেএসসি, জামালপুর কাচারিপাড়া একাদশ, ঢাকা রেঞ্জার্স ও ফরাশগঞ্জ স্পোর্টিং। তীব্র দাবদাহের মধ্যেও খেলাগুলো হবে দিনের বেলায়। কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকলেও। ফেডারেশন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেছেন, ‘ফ্লাডলাইটের পেছনে ম্যাচ প্রতি ১৩ হাজার টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না।’ এই আসরে টাইটেল স্পন্সর হিসেবে অবশ্য নতুন যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিদিন দুটি করে ম্যাচ। প্রথমটি সকাল সাড়ে নয়টায়, বিকাল পৌনে চারটায় শুরু দ্বিতয়টি।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved