[ খবর ] 14/07/2020
 
অর্থপাচার মামলায় দুই ভাই রিমান্ডে
ফরিদপুর নগর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেস ক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি মো. ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে অর্থপাচার মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জুম অ্যাপসের মাধ্যমে শুনানি শেষে মানি লন্ডারিং মামলায় দুই ভাইয়ের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সাজ্জাদ ও ইমতিয়াজ বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে রয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে ওই কারাগারের গেটে জুম অ্যাপসের মাধ্যমে রিমান্ডের এ শুনানি অনুষ্ঠিত হয়।