[ অনলাইন ] 26/03/2023
 
রেমিট্যান্স সেবা চালু করল নগদ
কম খরচে দ্রুত দেশে রেমিট্যান্স পাঠানোর সেবা চালু করল ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম শুরু করেছে নগদ লিমিটেড। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ও জাপান থেকে কম খরচে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা।

প্রাথমিকভাবে দেশের সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পার্টনার এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে তাৎক্ষণিক দেশে নগদ ওয়ালেটে টাকা পাঠানো যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।