[ অনলাইন ] 23/05/2024
 
রেকর্ড গড়তে ৪১ হাজার ফুট উঁচু থেকে লাফ দেবেন আশিক

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে বাংলাদেশের পতাকা হাতে ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন পেশাদার স্কাইডাইভার আশিক চৌধুরী। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিজের এ পরিকল্পনার কথা জানান তিনি। আশিকের এই প্রচেষ্টায় স্পন্সর হিসেবে থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রচেষ্টার নাম দেওয়া হয়েছে ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ এ ফ্ল্যাগ’। আগামী ২৫ মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে এই স্কাইডাইভ ইভেন্ট অনুষ্ঠিত হবে। ৪০ বছর বয়সী আশিক ২০১২ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ বার আকাশ থেকে লাফ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আশিক বলেন, আমি ৪১ হাজার ফুট উঁচু থেকে লাফ দেব। এটি বেশ কঠিন হবে, কারণ নানা প্রতিকূলতা পেরিয়ে মাটির দিকে অগ্রসর হতে হবে। আমার হাতে থাকবে দেশের পতাকা। কাজটি যথাযথভাবে করতে পারলে গিনেস রেকর্ড হবে।

সংবাদ সম্মেলনে আশিকের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ।