[ অনলাইন ] 02/07/2024
 
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর প্রত্যাশা বেড়েছে
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের মাসিক মুদ্রাস্ফীতির হার অপরিবর্তিত ছিল। কারণ পরিষেবা খাতের ব্যয়ের মাঝারি বৃদ্ধি, মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। এর ফলে গত ছয় মাসের মধ্যে পণ্যের দাম সবচেয়ে বেশি কমেছে। পণ্যের এই মূল্যহ্রাস, পরিষেবা খাতের ব্যয় বৃদ্ধির প্রভাবের সঙ্গে ভারসাম্য স্থাপন করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মুদ্রাস্ফীতির এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমকে চলতি বছরের শেষের দিকে সুদহার কমানো শুরু করার কাছাকাছি এনেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (২৬ জুন) মার্কিন বাণিজ্য বিভাগের প্রতিবেদনে দেখা গেছে, গত মাসে ভোক্তাদের ব্যয় সামান্য বেড়েছে। অন্তর্নিহিত মূল্যগুলো ছয় মাসের মধ্যে সবচেয়ে ধীরগতিতে অগ্রসর হয়েছে। এই পরিস্থিতি আশাবাদ জাগিয়েছে যে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দেশটির অর্থনীতির জন্য একটি অতি কাঙ্ক্ষিত ‘সফট ল্যান্ডিং’ প্রক্রিয়া অনুসরণ করতে পারে। এই সফট ল্যান্ডিংয়ের ধরন এমন হবে যে- মন্দা ও বেকারত্বের হার খুব বেশি না বাড়িয়েই মুদ্রাস্ফীতি কমানো।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে ফেডের সুদহার কমাতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বিনিয়োগ প্রতিষ্ঠান বিএমও ক্যাপিটাল মার্কেটসের প্রধান মার্কিন অর্থনীতিবিদ স্কট অ্যান্ডারসন বলেছেন, ‘এটি একটি খুব ফেডবান্ধব (ফেডেরাল রিজার্ভের জন্য ইতিবাচক সংবাদ বহনকারী) প্রতিবেদন ছিল। এই প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে সুদহার কমানো উচিত। একই সঙ্গে প্রতিবেদনটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সক্ষম হয়েছে যে, সুদহার দীর্ঘ সময়ের জন্য উচ্চতর থাকা সত্ত্বেও মাঝারি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা যেতে পারে।’

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস বলেছে, এপ্রিল মাসে দেশটিতে ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচকে কোনো পরিবর্তন আনেনি। এপ্রিলে এটি দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, মে মাসেও সেটি অপরিবর্তিত ছিল। সে হিসাবে গত ছয় মাসের মধ্যে প্রথমবার পিসিই মুদ্রাস্ফীতি অপরিবর্তিত ছিল। এই সময়ে ভোগ্যপণ্যের দাম দশমিক ৪০ শতাংশ কমেছে, যা নভেম্বরের পর থেকে সবচেয়ে বেশি। এ ছাড়া বিনোদনমূলক সামগ্রী ও যানবাহনের পাশাপাশি আসবাবপত্র ও টেকসই গৃহস্থালি সরঞ্জামের দামে বড় পতন ঘটেছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের মে মাসে পেট্রল ও অন্যান্য জ্বালানি পণ্যের দাম ৩ দশমিক ৪০ শতাংশ কমেছে, যা ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন। এই সময়ে পোশাক ও জুতাও সস্তা ছিল, তবে খাবারের দাম সামান্য বেড়েছে। পরিষেবার খরচ বেড়েছে দশমিক ২০ শতাংশ। আবাসন ও পরিষেবার পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতেও বড় পরিমাণে ব্যয় বেড়েছে। আর্থিক পরিষেবা ও বিমা খরচ টানা পাঁচ মাস বৃদ্ধির পরে দশমিক ৩০ শতাংশ কমেছে। বিশেষজ্ঞরা বলেছেন, আবাসনসহ এই খরচগুলোকে যুক্তরাষ্ট্রের পরিষেবা খাতের মূল্যস্ফীতির প্রধান চালক হিসেবে দেখা হয়।

মে পর্যন্ত গত ১২ মাসের মধ্যে পিসিই মূল্যসূচক ২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। তবে গত এপ্রিল মাসে এটি বেড়ে সর্বোচ্চ ২ দশমিক ৭০ শতাংশে উঠেছিল। খবরে বলা হয়, গত মাসের মূল্যস্ফীতি রিডিং (হার) অর্থনীতিবিদদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

রয়টার্স বলছে, ২০২২ সাল থেকে ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ ৫২৫ বেসিস পয়েন্ট হার বৃদ্ধি করে ঘরোয়া চাহিদা সীমিত করে। এর ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে মুদ্রাস্ফীতি তীব্রভাবে বৃদ্ধি পেলেও পরে তা হ্রাস পেতে থাকে। তবে, মুদ্রাস্ফীতির হার এখনোর কেন্দ্রীয় ব্যাংকের কাঙ্ক্ষিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে।

রয়টার্স জানায়, ফেডারেল রিজার্ভ সাম্প্রতিককালে আরও কঠোর অবস্থান নেওয়া সত্ত্বেও, আর্থিক বাজারগুলো মনে করছে সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের নীতি শিথিল করার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রায় ৬৮ শতাংশ। এই সম্ভাবনা আগের ৬৪ শতাংশের চেয়েও বেশি। গত জুলাই থেকে ফেডারেল রিজার্ভ তাদের সার্বিক রাতারাতি সুদের হার ৫ দশমিক ২৫ থেকে শুরু করে ৫ দশমিক ৫০ শতাংশের মধ্যে ধরে রেখেছে।

খবরে বলা হয়, মজুরির বড় ধরনের বৃদ্ধির মধ্যেই চলতি বছরে ফেড এখনো দুবার ঋণের খরচ কমাবে কি না তা নিয়ে অর্থনীতিবিদরা বিভক্ত ছিলেন। আগামী শুক্রবার জুন মাসের মার্কিন কর্মসংস্থানের প্রতিবেদন প্রকাশ করা হবে। এই প্রতিবেদনটি মুদ্রানীতির দৃষ্টিভঙ্গির ওপর আরও আলোকপাত করতে পারে।