[ অনলাইন ] 08/09/2024
 
গুলশানে গভীর রাতে ব্যাংক ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১০

রাজধানীতে এক্সিম ব্যাংকের গুলশান-২ শাখায় ডাকাতিচেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে এ তথ্য দেন গুলশান থানার ওসি মো. তৌহিদ আহমেদ। তিনি বলেন, গত শুক্রবার রাতে গুলশান-২ এলাকায় ফাইন্যান্স স্কয়ার নামের বহুতল ভবনের এক্সিম ব্যাংকের (গুলশান-২) শাখায় ডাকাতির উদ্দেশ্যে ঢোকে একদল দুর্বৃত্ত।

খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, ডাকাতির উদ্দেশ্যেই তারা ব্যাংকটিতে ঢুকেছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তাররা কিছু লুট করতে পারেনি জানিয়ে তিনি বলেন, তাদের নাম-পরিচয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

তাদের সঙ্গে আর কারা ছিল, জানার চেষ্টা চলছে। পুলিশ জানায়, গ্রেপ্তাররা দুটি গাড়ি ও বেশ কয়েকটি বাইক নিয়ে ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনের নিচে প্রবেশ করে। তারা মাস্ক পরা অবস্থায় ছিল। ভবনের নিচে ঢোকার পরপরই তারা নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ফেলে। স্থানীয়রা টের পেয়ে ওই ভবন ঘিরে ফেলে।