[ অনলাইন ] 01/11/2024 |
|
|
|
ঢাবি ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫
|
|
|
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, সহিংসতা এবং হত্যার ঘটনায় শিক্ষার্থী আব্দুল মোতালিব হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল ছাত্রলীগের মেহেদী হাসান সাগরকে কাকরাইল থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এছাড়া সিলেটে আওয়ামী লীগের সভাপতিসহ দুজন গ্রেফতার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ৪১ জনের নামে মামলা করা হয়েছে। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধির প্রতিবেদন-
ঢাকা : হাজারীবাগে শিক্ষার্থী আব্দুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন (৬১) ও ঢাকা মহানগর দক্ষিণ ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন সঞ্জয়কে (৩১) বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেফতার মারুফ হোসেন নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির তিনবারের সভাপতি ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা। তদন্তাধীন মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আব্দুল মোতালিব হত্যার সঙ্গে জড়িত মারুফ হোসেন ও মাহবুব হোসেন সঞ্জয়কে হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল ছাত্রলীগ শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগরকে রাজধানীর কাকরাইল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।
সিলেট : আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল ও ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে বুধবার রাতে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। র্যাব ৯ জানায়, রাত ১১টার দিকে সিলেটের কানাইঘাটের ৩নং দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলকে মহানগরের রিকাবীবাজার পয়েন্ট থেকে আটক করা হয়।
তিনি কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়নের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে। এদিকে, বুধবার রাতে ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে শিবগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। কুলাউড়া উপজেলার হিরা মিয়ার ছেলে মুন্নার বিরুদ্ধে কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলায় রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে আ. রশিদ (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪১ জনের নামে মামলা করা হয়েছে। এতে আরও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে ভুক্তভোগী নিজে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এ মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আওয়ামী লীগ কর্মী মামুন, শাহ জালাল, নাসির, রবিন ফকির ও হামজাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
|
|