[ অনলাইন ] 01/11/2024
 
শ্রমিক লীগ নেতাসহ আটক ১২
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, প্রতারণা, মাদক, হত্যাসহ নানা অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ জনপ্রতিনিধিও রয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার তাদের আটক করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : টঙ্গীতে গাজীপুর মহানগর মটোর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে লিটন মহাজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। টঙ্গীর হিমারদিঘী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

লিটন মহাজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। শেরপুরে ছাত্র আন্দোলনে হামলা মামলায় মালিঝিকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি ১, জামালপুর। লালমনিরহাট প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জাকিরুল মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে। আনোয়ারায় সাবেক ইউপি সদস্য নুরুল আবছারকে গ্রেফতার করেছে পুলিশ। নুরুল আবছার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকার কাঁচা বাজার আড়তদার গ্রুপের সভাপতি ও বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহানকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রবাজি, মার্কেটসহ জমি দখল, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। নগরীর ভোগড়া এলাকার নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। ভৈরবে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তপন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। তপন ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ভবানীপুর রেল কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি জাহেদ হাসান ফিরোজকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলি এলাকার নুরুল ইসলামের পুত্র। বিজয়নগরে মো. মানিজ মিয়াকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় গ্রেফতার করা হয়েছে। সিঙ্গারবিল বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। মানিক বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সহসভাপতি। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনকে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার করেছে র‌্যাব-৯। কনকপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মুক্তাগাছায় মাদকসহ একাধিক মামলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার পদুরবাড়ী বাজারে ব্র্যাক অফিসের সামনে থেকে মো. মিনহাজ ও মো. মোরাদ হোসেনকে গ্রেফতার করা হয়।