রাজধানীর ধানমণ্ডিতে লুটপাটের উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বাসায় প্রবেশের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বুধবার দিবাগত রাতে ধানমণ্ডির ১৩/এ সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন হাসিবুল হাসান, গোলাম মোরশেদ, মাহমুদুল হাসান শিমুল, আবু সালেহ হিরন, রুবেল হাওলাদার, আজিজুল ইসলাম, মাহফুজুর রহমান, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত, মো. ইব্রাহিম, জিহাদ হোসেন, আবদুল্লাহ আল মামুন ও শেখ শাহরিয়ার আহমেদ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি রড ও পাঁচটি লাঠি জব্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে গ্রেপ্তার ১৩ জনসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ধানমণ্ডির ওই বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির নিরাপত্তারক্ষীকে মারধর করে মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। একই সঙ্গে কয়েকটি সিসি ক্যামেরা ভাঙার পাশাপাশি বাড়ির কয়েকটি ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করে।
তিনি জানান, খবর পেয়ে ধানমণ্ডি ৩২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে আসামিদের অবরুদ্ধ করে রাখে।
এরপর ধানমণ্ডি থানার পুলিশ ও যৌথ বাহিনী এসে ওই ১৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করা হয়েছে।