[ অনলাইন ] 01/11/2024
 
লক্ষ্মীপুরে অবৈধ ২৫ ইটভাটায় অভিযান, ২১ লাখ টাকা জরিমানা

সরকারি আইন অমান্য করে লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে গড়ে উঠা ২৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিপ্তর কর্তৃক গঠিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সরকারি কোন অনুমোদন না থাকায় ১৩টি ইটভাটার মালিককে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোন কাগজপত্র না থাকায় ১২টি ইটভাটার ছুলাসহ ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ ও  সুলতানা সালেহা সুমি ও লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহাকরী পরিচালক মো. হারুনুর রশিদ পাঠানের নেতৃত্বে  এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রামগতি উপজেলার চর আফজাল ও বিবিরহাট এলাকার ফাতেমা ইটভাটায়, ফারদিন আনাম ব্রিকস, শাওন  সোহাগ ব্রিকস ও আমানত ইটভাটায় অভিযান  চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় দুইটি ইটভাটায় গুঁড়িয়ে দেয়া হয়। এনিয়ে ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোর সন্ধ্যা পর্যন্ত গত এক সপ্তাহ ২৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৩টিকে ২১ লাখ টাকা জরিমানা ও ১৩টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয় বলে নিশ্চিত করেন লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ পাঠান।