[ অনলাইন ] 04/12/2024
 
এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ২৩ নভেম্বর ‘শাখা ব্যবস্থাপক (বিএম) ও শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন’ আয়োজন করেছে। এতে শাখা ব্যবস্থাপক, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২০ জন সশরীরে ও ২৫০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান (ভারপ্রাপ্ত), একেএম এহসান।