সাউথইস্ট ব্যাংক তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ‘কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি’ ‘কৃষি যন্ত্রপাতি ক্রয়’ এবং ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ’-এর জন্য কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এনজিও ‘রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস)’ মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। সাউথইস্ট ব্যাংক আরডিএসের সঙ্গে সমন্বয় করে এই সহায়তা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
|