[ অনলাইন ] 01/07/2025
 
আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সেমিনার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি শনিবার (২৮ জুন) ব্যাংকের উত্তরা শাখায় “আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো: ইকবাল মহসীন। সেমিনারে নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। বক্তারা নারীর আর্থিক শিক্ষা, অধিকার এবং ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মো: আবু ছায়েম, উত্তরা শাখার ব্যবস্থাপক মো: আবু হানিফ, মীরপুর শাখার ব্যবস্থাপক নাজির আহমেদ, গরীব-ই-নেওয়াজ শাখার ব্যবস্থাপক মো: আসিফুল হক, উত্তরখান শাখার ব্যবস্থাপক এবিএম মাহফুজুল আলম, পল্লবী শাখার ব্যবস্থাপক সৈয়দ জানে আলম এবং টঙ্গী শাখার ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শাহ আলম মিয়া।
সেমিনারে নারী অংশগ্রহণকারীরা আর্থিক খাতে অধিক হারে নারীর সম্পৃক্ততা ও নীতিগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন।