[ পাতা ৪ ] 02/07/2025
 
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড সিঙ্গাপুরে
বিদেশে ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষাসহ নানা প্রয়োজনে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার মতো দেশে। অথচ একসময় শীর্ষ অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারত এখন তালিকার ৬ নম্বরে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ‘ক্রেডিট কার্ড লেনদেন প্রতিবেদন (এপ্রিল ২০২৫)’ থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ড ব্যয় দাঁড়িয়েছে ৪৬৮ কোটি টাকায়। যা আগের মাস মার্চের (৩৬১ কোটি) তুলনায় প্রায় ২৯ দশমিক ৪৯ শতাংশ বেশি। তবে গত বছরের একই সময়ের তুলনায় এটি ১৪৫ কোটি টাকা কম। ২০২৪ সালের এপ্রিল মাসে এই ব্যয় ছিল ৫০৬ কোটি টাকা। ক্রেডিট কার্ড খরচের দিক থেকে এখন শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এপ্রিল মাসে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৭০ লাখ টাকা। এর আগে মার্চে এই খরচ ছিল ৫৭ কোটি ৪০ লাখ এবং ফেব্রুয়ারিতে ৫২ কোটি ৩০ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড, যেখানে এপ্রিল মাসে খরচ হয়েছে ৪৭ কোটি টাকা। এরপর রয়েছে সিঙ্গাপুর (৪৫ কোটি ৬০ লাখ), যুক্তরাজ্য (৪৩ কোটি ৩০ লাখ) ও মালয়েশিয়া (৪৩ কোটি টাকা)। অন্যদিকে, ভারতে এপ্রিলে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচ কমে এসেছে মাত্র ৩১ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৮ দশমিক ৩৭ শতাংশ কম। ২০২৪ সালের এপ্রিল মাসে এ খরচ ছিল ৯৮ কোটি টাকা।