[ পাতা ১৬ ] 03/07/2025 |
 |
|
|
৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, সাধারণ ছুটি ঘোষণা
|
|
|
আলোচনা-সমালোচনার মুখে জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে দুটি দিবস পালনে সংশোধন আনল সরকার। সাধারণ ছুটিসহ প্রতিবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন করা হবে। এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার।
বুধবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে। প্রজ্ঞাপন ও পরিপত্রে বলা হয়, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসাবে ঘোষণা করেছে। দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে জুলাই শহীদ দিবস ঘোষণার পরিপত্রে বলা হয়, প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসাবে পালিত হবে। দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ২৫ জুন দুটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়। এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়। ওই দিন দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়।
তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মূল দিনটিতে কোনো দিবস ঘোষণা না করায় অনেকেই এর সমালোচনা করতে থাকেন। সমালোচনার মুখে সিদ্ধান্তে পরিবর্তন আনে সরকার। নতুন পরিপত্র জারির পর আগের পরিপত্র দুটি বাতিল করা হয়েছে। |
|