[ অনলাইন ] 09/07/2025
 
মধুমতি ব্যাংকের অর্থায়ন এবং সিও- এর সহযোগিতায় ১০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

মধুমতি ব্যাংক পিএলসির অর্থায়নে এবং সিও (Socio Economic Health Education Organization) এর সহায়তায় ৫০০ প্রান্তিক কৃষকের মধ্যে প্রকাশ্যে ১০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ ও পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

গত ৩ জুলাই ঝিনাইদহের চাকলাপাড়া এলাকায় অবস্থিত সিও কনভেনশন সেন্টারে এ কর্মসূচি করা হয়।

এ কর্মসূচির সম্পূর্ণ অর্থায়ন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র কৃষকদের পুঁজি গঠনে সহায়তা এবং তাদের কৃষি কার্যক্রম সম্প্রসারণে উৎসাহ দেওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।

অনুষ্ঠানে তিনি দেশের খাদ্য নিরাপত্তায় কৃষি ঋণের গুরুত্ব আলোচনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান। তিনি এ উদ্যোগকে প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছানোর জন্য প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এর পরিচালক দেবাশীষ সরকার। যিনি কৃষি অর্থায়নে ব্যাংকসমূহের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।


এ ছাড়া অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম রেজা, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ; মধুমতি ব্যাংকের পক্ষে জাহিদ আল মুনতাসির, প্রধান, এসএমই ডিভিশন; মো. গিয়াস উদ্দিন, ব্যবস্থাপক, ভিআইপি রোড শাখা।

অনুষ্ঠানটি সমন্বয় করেন সিও এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং কৃষি বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও কৃষকের আত্মনির্ভরতা বৃদ্ধির বিষয়ে মতামত ও ধারণা বিনিময় করেন।

কৃষকরাও তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়োপযোগী ব্যাংক অর্থায়নের জন্য ধন্যবাদ জানান, পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।