[ Online ] 11/07/2025
 
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে জেনারেল ব্যাংকিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

গত ৮ জুলাই ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ইসলামী শরীয়াভিত্তিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন গ্রাহকসেবা দিতে অঙ্গীকারবদ্ধ। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা হিসাব খোলা, জমা ও উত্তোলন, চেক পরিচালনা, ক্যাশ লেনদেন, রেমিট্যান্স, গ্রাহকসেবা, আইটি ব্যবস্থাপনা এবং শরীয়াহভিত্তিক হিসাব পরিচালনার মতো মৌলিক ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের  প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. জুলকার নায়েন।


এই প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৪৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কর্মশালাটি ব্যাংকিং কার্যক্রমে পেশাগত উৎকর্ষতা অর্জনে অংশগ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।