[ অনলাইন ] 13/07/2025 |
 |
|
|
কিশোরগঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণা, নারী গ্রেপ্তার
|
|
|
নীলফামারীর কিশোরগঞ্জে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্মকর্তা পরিচয়ে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুনমুন আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী আতিয়া খাতুন বগুড়া ধুনটা থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার উত্তর বড়ভিটা বিন্যাকুড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেনÑ নীলফামারীর কিশোরগঞ্জের বিন্যাকুড়ি এলাকার মোকলেছুর রহমানের ছেলে রাসেল মিয়া ও তার বোন মুনমুন আক্তার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে আসামিদের সঙ্গে আতিয়া খাতুনের ফেসবুকে পরিচয় হয়। এতে আসামিরা তাকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আতিয়া খাতুনকে আসামিরা ভুয়া কাগজপত্র দিলে তিনি বিষয়টি বুঝতে পেরে থানায় মামলা দায়ের করেন। এতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মুনমুন আক্তারকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ভুক্তভোগী আতিয়া খাতুন বলেন, রাসেলের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়। তিনি আমাকে সেনাবাহিনীর বড় অফিসার হিসেবে নিজেকে পরিচয় দেন। পরে তিনি আমাকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে চাকরি দেবে বলে ১৬ লাখ টাকা চায় আমি তাকে বিশ্বাস করে টাকা দিই। পরে সে আমাকে ইমেইলের মাধ্যমে ভুয়া কাগজপত্র পাঠিয়ে দেন। এতে আমি বুঝতে পারি সে আমার সঙ্গে প্রতারণা করেছে সেটি বুঝতে পেরে মামলা দায়ের করি।
এ বিষয়ে থানা পুলিশের ওসি আশরাফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার বগুড়া ধুনট থানার একটি টিম অভিযানে এলে আমাদের থানা পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে আসামিকে বগুড়া ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে। |
|