[ অনলাইন ] 13/07/2025 |
 |
|
|
রাজবাড়ীতে বিদ্যুৎ বিলের ২০ লাখ টাকা আত্মসাৎ, সেই মিটার রিডার গ্রেপ্তার
|
|
|
রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সেই মিটার রিডার মো. রেজাউল ইসলাম মোক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) দল যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোক্তার রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।
পুলিশ জানায়, ওজোপাডিকোর পিচরেট কর্মচারী মো. রেজাউল ইসলাম ওরফে মোক্তার প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিদ্যুৎ বিলের এবং নতুন বিদ্যুৎ সংযোগের জামানতের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এই মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
এর আগে প্রতারণার শিকার অর্ধশতাধিক গ্রাহক গত (২ জুলাই) এ বিষয়ে প্রতিকার চেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এরপরই জেলা প্রশাসকের তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে রাজবাড়ী ওজোপাডিকো লিমিটেডের সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে পিচরেট কর্মচারী (মিটার রিডারম্যান) মো রেজাউল ইসলাম মোক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, মোক্তার বিশ্বাস গত প্রায় দেড় বছর ধরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দায়িত্ব পালনকালে গ্রাহকদের কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় করতেন। তিনি ব্যাংকের ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে নকল বিলের কপি প্রদান করতেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। |
|