[ অনলাইন ] 14/07/2025
 
পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া
খেলাপি ঋণ আদায়ে পারটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ নিলামে তুলেছে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠানটির নাম পারটেক্স কোল লিমিটেড। খেলাপি এ প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকটির পাওনা ১১৬ কোটি টাকা। সম্প্রতি ব্যাংক এশিয়ার মহাখালী শাখা থেকে প্রকাশিত এক নিলাম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারটেক্স কোল লিমিটেড ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করেনি। ফলে ঋণটি ডিফল্ট বা খেলাপি হয়ে গেছে।

এতে বলা হয়েছে, ২০২৫ সালের ৯ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। ঋণ শ্রেণিকরণ হওয়ার পর আইন অনুযায়ী বন্ধকি সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্যাংক এশিয়া। নিলাম বিজ্ঞপ্তিতে পারটেক্স কোলের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। রুবেল আজিজ একইসঙ্গে সিটি ব্যাংকের একজন পরিচালক এবং পারটেক্স কোলের ৫০ শতাংশ মালিক। নিলামে তোলা সম্পদের মধ্যে রয়েছে মোট ২৫৯ দশমিক ৩৬ শতক জমি ও বিভিন্ন কারখানার ভবন। এসব সম্পদ ঢাকা ও গাজীপুরে অবস্থিত। আগামী ৩ আগস্ট পর্যন্ত এসব সম্পদের দরপত্র জমা দেওয়া যাবে।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, ঋণগ্রহীতা প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করায় ঋণ শ্রেণিকরণ হয়েছে। আইন অনুযায়ী তারা নিলাম ডেকেছেন। তবে তিনি বলেন, প্রতিষ্ঠানটি যদি নিলামের আগে ঋণ পরিশোধ করে তাহলে নিলাম স্থগিত করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কোনো ব্যাংকের পরিচালক যদি অন্য কোনো ব্যাংকে ঋণ খেলাপি হন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। যাচাই-বাছাই চলছে। যদি প্রমাণিত হয় যে, কোনো ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকে ঋণ খেলাপি, তাহলে নিয়ম মেনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে পারটেক্স কোলের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজের বক্তব্যের জন্য কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে লিখিত বক্তব্য চেয়ে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি।

জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বরে গঠিত পারটেক্স কোল লিমিটেড ২০১৫ সালের মার্চ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলের সাতটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করে থাকে।