[ পাতা ১০ ] 16/07/2025
| |
|
ব্র্যাক ব্যাংকের সাড়ে ৮ হাজার কোটি টাকার আমানত বৃদ্ধি
|
|
|
চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্ক সাড়ে ৮ হাজার কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্ক সাড়ে ৮ হাজার কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সাফল্য উদযাপনে গতকাল ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাখা নেটওয়ার্ক প্রধানদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান এবং ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ম্যানেজারসহ সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক এবং সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন। |
|