[ অনলাইন ] 16/07/2025
 
যমুনা ব্যাংক-ন্যাশনাল পেনশন অথরিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল পেনশন অথোরিটির মধ্যে ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় বিভিন্ন স্কিমের কিস্তি সংগ্রহ, ও হিসাব ব্যবস্থাপনা সহজতর ও গতিশীল করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে স্মারক স্বাক্ষরিত হয়।

যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং ন্যাশনাল পেনশন অথোরিটির নির্বাহী চেয়ারম্যান মো. মোহিউদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

এ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের ফলে যমুনা ব্যাংক তার দেশব্যাপী শাখা, উপশাখা, অ্যাজেন্ট আউটলেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনিভার্সাল পেনশন স্কিমের গ্রাহকদের কাছ থেকে পেনশন কিস্তি সংগ্রহ করবে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও টেকসই পেনশন ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অচিরেই যমুনা ব্যাংক পেনশন কিস্তি সংগ্রহ কার্যক্রম শুরু করবে।