[ অনলাইন ] 16/07/2025
 
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান গত ১৪ জুলাই সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকাশের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শেখ ইবনে জিলানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের আওতায় ছুটির দিনসহ যেকোন দিন তাৎক্ষণিকভাবে রেমিটেন্সের অর্থ গ্রহণ করা যাবে।