[ অনলাইন ] 16/07/2025
| |
|
নীতি সুদহার করিডোরের নিম্নসীমা কমালো বাংলাদেশ ব্যাংক
|
|
|
আন্তঃব্যাংক মুদ্রাবাজার কার্যক্রম আরও গতিশীল এবং ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা দক্ষতার সঙ্গে পরিচালনা করার লক্ষ্যে নীতি সুদহার করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৮ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হবে। নীতি সুদহার করিডর পুনর্নির্ধারণ–সংক্রান্ত এক চিঠিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এসডিএফ কমানো হলেও অপরিবর্তিত থাকবে ওভারনাইট রেপো নীতি সুদহার ও নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ)। বর্তমানে ওভার নাইট রেপো নীতি সুদহার ১০ শতাংশ এবং এসএলএফ সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বর্তমানে ব্যাংকগুলো কল মানি মার্কেটে অন্য ব্যাংককে টাকা ধার না দিয়ে—সুদহার কম হওয়া সত্ত্বেও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) এর অধীনে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখার প্রবণতা বাড়িয়েছে। ব্যাংকগুলো যেন কলমানি মার্কেটে আরো সক্রিয় হয়, সেজন্য সুদহার কমানো হয়েছে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃব্যাংক মুদ্রা বাজারে দুর্বল ব্যাংকগুলোর টাকার চহিদা বেশি থাকে। এসব ব্যাংকে টাকা ধার দিয়ে ঝুঁকি সম্ভবনা রয়েছে। কারণ এর আগে এসব ব্যাংকে টাকা ধার দিয়ে সময়মতো তা ফেরত পাওয়া যায় না। এ কারণে ব্যাংকগুলো কলমানিতে টাকা ধার দেওয়ার বদলে কম সুদে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা করতে বেশি আগ্রহী। |
|