[ অনলাইন ] 27/07/2025
 
আন্ডার-ওভার ইনভয়েসিং নিয়ন্ত্রণ করতে না পারা ব্যাংক-কাস্টমসের ব্যর্থতা: এনবিআর চেয়ারম্যান
আমদানি-রফতানিতে আন্ডার-ওভার ইনভয়েসিং নিয়ন্ত্রণ করতে না পারা ব্যাংক ও কাস্টমসের সামষ্টিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর এফডিসি-তে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘কর ব্যবস্থাপনায় সংস্কার’ নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এমন মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানে সংস্কারের পক্ষে সরকারি দল হিসেবে অংশ নেয় ‘গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এবং বিপক্ষে বিরোধী দল হিসেবে অংশ নেয় ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ’। বিচারকদের রায়ে সরকারি দল জয়লাভ করে।
বিজ্ঞাপন

শনিবার রাজধানীর এফডিসি-তে ডিবেট ফর ডেমোক্রেসির সদস্য এবং ছায়া সংসদে অংশ নেওয়া বিতর্ক প্রতিযোগীদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান – (ছবি : সংগৃহীত)

এনবিআর চেয়ারম্যান বলেন, অনেক সফটওয়্যার এবং ডাটা কালেক্টিভ এজেন্সি আছে, যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের কত দাম, তা খুব সহজেই জানা সম্ভব। ব্যাংকগুলো এলসি (ঋণপত্র) খোলার সময় কত দামে এলসি খুলছে আর আন্তর্জাতিক বাজারে ওই পণ্যের দাম কত- একটু দেখে নিলেই তা জানতে পারে।

‘দেশের কর ব্যবস্থায় বড় বাধা দুর্নীতি’ এমন মন্তব্য করে তিনি বলেন, প্রকৃত মূল্যে পণ্য আমদানি-রপ্তানি না হলে কমপ্ল্যায়েন্স প্রতিষ্ঠান ও প্রকৃত করদাতারা ক্ষতিগ্রস্ত হন। জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কর ব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ সম্ভব।
কর আদায়ের চেয়ে বেশি কর অব্যাহতি দেওয়া হয়। এই আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকার চাইলেই আর অব্যাহতি দিতে পারবে না। শুধুমাত্র সংসদে অর্থবিলের মাধ্যমে কর অব্যাহতি দেওয়া যাবে।

প্রসঙ্গক্রমে এনবিআর চেয়ারম্যান বলেন, শুধু রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা বিভাগ করলেই রাজস্ব আহরণ বাড়বে না। এজন্য কর ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আর শুধু সংস্কার কমিটি করলেই হবে না। সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করা না হলে রাজস্ব আহরণে সুফল আসবে না। পলিসি বাস্তবায়নে এনবিআরের ঘাটতি রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। এখন প্রধান উপদেষ্টাসহ সরকারের নীতি-নির্ধারকদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পাওয়ার কারণেই বিভিন্ন বোল্ড (সাহসী) সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে।

রাজস্ব আহরণে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মেশিনের ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সম্প্রতি আমরা ডিজিটালি র‌্যানডম পদ্ধতিতে ১৫ হাজার ৪০০ ফাইল অডিটের জন্য বাছাই করেছি। এনবিআর এখন অটোমেশনের উপর জোর দিচ্ছে। বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো-তে অনলাইনে আবেদন করে এক ঘণ্টারও কম সময়ে প্রায় ৫ লাখের বেশি আবেদনকারী সেবা পেয়েছেন। গত বছর ১৭.১২ লাখ টিআইএনধারী অনলাইনে রিটার্ন সাবমিট করেছেন, এ বছর সবার জন্য অনলাইনে রিটার্ন সাবমিট বাধ্যতামুলক করা হচ্ছে।