[ অনলাইন ] 27/07/2025
| |
|
অগ্রণী ব্যাংক এর ঢাকা সার্কেল-১ এর ব্যবসায়িক পর্যালোচনা সভা
|
|
|
অগ্রণী ব্যাংক পিএলসি’র ঢাকা সার্কেল-১ এর আওতাধীন অঞ্চল, কর্পোরেট ও শাখা সমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই ২০২৫ শনিবার অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। ঢাকা সার্কেল-১ এর মহাব্যবস্থাপক মো. শামছুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। এছাড়া বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজা, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. আবু হাসান তালুকদার ও মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-২) মুঃ আফজাল হোসেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানি বৃদ্ধির উপর নির্দেশনা দেন। এছাড়াও তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান এবং ব্যবস্থাপকগণকে নির্দেশনা প্রদান করেন। |
|