Hawkerbd.com     SINCE
 
 
 
 
জাল পুলিশ ক্লিয়ারেন্স প্রতারক চক্র তৎপর [ প্রথম পাতা ] 22/02/2020
জাল পুলিশ ক্লিয়ারেন্স প্রতারক চক্র তৎপর
আলমগীর হোসেন:

জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে রমরমা প্রতারণা বাণিজ্য করে যাচ্ছে একাধিক চক্র। পুলিশের কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়াই মোটা অঙ্কের টাকার বিনিময়ে চক্রগুলো জালিয়াতির মাধ্যমে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিচ্ছে। এ ক্ষেত্রে এক শ্রেণির উদাসীন ও সহজসরল মানুষেরা প্রতারকদের সেই ফাঁদে পড়ছে হরহামেশাই। অন্যদিকে পেশাদার বা চিহ্নিত অপরাধীরাও জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যবহার করে অনায়াসে বিভিন্ন দেশে নিয়মিতভাবে যাতায়াত করছে। এসব বিষয়ে যথাযথ পর্যবেক্ষণও হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া কিংবা মাইগ্রেশনের উদ্দেশে আবেদন করাসহ নানা কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যাবশ্যক।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অর্থ হচ্ছে, যাকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে তিনি কোনো অপরাধী নন এবং তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগও নেই। থানা ও জেলা পুলিশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যাচাই-বাছাই শেষে পাওয়া যায় এই ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সার্টিফিকেট। অথচ এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হরহামেশাই নকল বা জাল করছে সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের ফাঁদে পা দিয়ে বড় ধরনের বিপদের সম্মুখীন হন অনেক সাধারণ মানুষ। কারণ বিদেশে যাওয়ার পর বা সংশ্লিষ্ট কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উপস্থাপন করলেই জাল বা নকলের বিষয়টি প্রমাণ হয়ে যাচ্ছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা সময়ের আলোকে বলেন, পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোনো টাকা লাগে না। ঘরে বসেও অনলাইনে ফরম পূরণ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যায়। তা ছাড়াও আসল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে কিউআর কোডসহ বেশকিছু উপকরণ আছে, যা নকল বা জাল সার্টিফিকেটে নেই। ওই কিউআর কোডটি যেকোনো স্মার্টফোনে স্ক্যান করলেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটপ্রাপ্ত ব্যক্তির ‘অরজিনাল’ সব তথ্য চলে আসবে। তাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিষয়ে দালালচক্র বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকাসহ এ বিষয়ে সচেতন থাকতে হবে। কোথাও কেউ টাকার বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে চাইলে নিকটস্থ থানা বা পুলিশকে জানানোর আহŸান জানান তিনি।

জানা গেছেÑ ১৩ নভেম্বর টাঙ্গাইলের ভ‚ঞাপুরের জনৈক আব্দুর রউফ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে একটি আবেদন করেন। পরবর্তী সময়ে আব্দুর রউফ তার পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের জন্য দালাল চক্রের সঙ্গেও যোগাযোগ করেন। এক পর্যায়ে ওই কাজের জন্য তিনি এক দালালকে ১২ হাজার টাকা দেন।

বিষয়টি টাঙ্গাইল জেলা পুলিশ জানতে পেরে তদন্তে নেমে সম্প্রতি সেই প্রতারক-দালাল চক্রের হোতা আসাদুজ্জামান ফরিদকে (২৫) গ্রেফতার করে। এর আগেও ২০১৭ সালের ৪ অক্টোবর রাজধানীর ফকিরাপুলে অভিযান চালিয়ে ৫৮ জেলার পুলিশ সুপার (এসপি) ৫৯ থানার ওসির ৫৭৭টি সিলসহ ১৪৫০ পিস ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ জব্দ করেছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এ সময় আব্দুল বারেক, আকাশ, সাব্বির হোসেন, শহীদুল হক মিজান ও মোরশেদ ভ‚ঁইয়া নামে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল চক্রের বেশ কয়েকজন সক্রিয় সদস্য তৎপর রয়েছে। এ ক্ষেত্রে সেবাপ্রত্যাশী নাগরিকদের সচেতন হতে হবে। কেননা জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে বিদেশ গেলে পড়তে হবে বিপদে। তাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল না আসল তা পরীক্ষা করে নিতে হবে। সেই পদ্ধতিও এখন অনেক সহজ।

যেভাবে আসল ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ চেনা যাবে : পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নকল রোধ করার জন্য বাংলাদেশ পুলিশ রেফারেন্স নম্বরসহ বারকোড বা কিউআর কোড সিস্টেম চালু করেছে। অনলাইনে বা ম্যানুয়ালি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করলে থানা পুলিশ তথ্যসমূহ যাচাই করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করবে। ইস্যুকৃত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ওপরের বাম পাশে রেফারেন্স নম্বরসহ একটি কিউআর কোড থাকবে। সেই রেফারেন্স নম্বর ও কিউআর কোডের মাধ্যমে ইস্যুকৃত ব্যক্তির আসল তথ্য শনাক্ত করা যাবে। সে রকম বিভিন্ন নামে ইস্যুকৃত প্রতিটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মধ্যে ভিন্ন ভিন্ন কিউআর কোড থাকবে। কিন্তু জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এ রকম পাওয়া যায় না। কেননা প্রতারকচক্র একটি কিউআর কোড ব্যবহার করেই একাধিক জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে। ফলে যাচাই করলে একই নাম ঠিকানা আসবে। আবার একই নাম ঠিকানা আসলেও তা পুলিশের অফিসিয়াল লিংক শো করবে না। আরও সহজভাবে বলা যায় ঘরে বসে যেকোনো এন্ড্রোয়েড বা স্মার্টফোনের মাধ্যমে ইস্যুকৃত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল কিনা দুইভাবে যাচাই করা যায়।
যেমন এড়ড়মষব এ প্রবেশ করে িি.িঢ়ড়ষরপব.মড়া.নফ লিংকটি লিখতে হবে। এটি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল সাইটের লিংক। সাইটটি ওপেন হলে তার ডানপাশে মাঝামাঝি ঙহষরহব চড়ষরপব ঈষবধৎধহপব লেখা অপশন এ ক্লিক করতে হবে। ঙহষরহব চড়ষরপব ঈষবধৎধহপব ঈবৎঃরভরপধঃব লেখা স্ক্রিন দেখা যাবে। এরপর মেন্যু বারের ঝবধৎপয অপশনে ক্লিক করতে হবে। এরপর জবভ ঘড় বক্সে নম্বরটি লিখে ঠরবি পবৎঃরভরপধঃব তে ক্লিক করলে স্ক্রিনে সংশ্লিষ্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখা যাবে। স্ক্রিনে প্রদর্শিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নাম-ঠিকানা আর ইস্যুকৃত হাতে থাকা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নাম ঠিকানা একই হলে বুঝতে হবে সার্টিফিকেটটি আসল। পাশাপাশি ইস্যুকৃত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কিউআর কোডটি স্ক্যান করেও িি.িঢ়ড়ষরপব.মড়া.নফ লিংকে ঢুকে নিজের তথ্যগুলো যাচাই করে নেওয়া যাবে।

News Source
 
 
 
 
Today's Other News
• ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়ে নিতেন অর্থ
• কলিং ভিসায় প্রতারণা, দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী
• মাদকের টাকা যোগাতে এমন প্রতারণা
• প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
• জাবি অধ্যাপকের গবেষণা জালিয়াতি তদন্তে কমিটি
• জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ ‘চোরাকারবারি’ আটক
• গোল্ডেন মনির খালাস: আদালত বলছেন, মামলা সাজানো, তাঁর অস্ত্র বৈধ
• নরসিংদীতে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার
• স্ত্রীসহ বিএমআরসির সাবেক পরিচালকের বিরুদ্ধে সম্পদের নোটিশ
• দুর্নীতি মামলায় ফাঁসলেন প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জন
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved