Hawkerbd.com     SINCE
 
 
 
 
জাবি অধ্যাপকের গবেষণা জালিয়াতি তদন্তে কমিটি [ অনলাইন ] 26/04/2024
জাবি অধ্যাপকের গবেষণা জালিয়াতি তদন্তে কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপকের বিরুদ্ধে ওঠা গবেষণা জালিয়াতি ও সহকর্মীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। গত বছরের ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে জাবি দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছেন। ২০১১ সালে দর্শন বিভাগের একাডেমিক জার্নাল কপুলায় ‘ঈশ্বরের স্বরূপ প্রসঙ্গে ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি : একটি তুলনামূলক পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেন অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী। গবেষণা প্রবন্ধটি ব্যবহার করে তিনি বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন বলে দাবি করেন অভিযোগকারী অধ্যাপক ফরিদ আহমেদ। অভিযোগকারী তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেন, ওই প্রবন্ধটিতে তিনি (অধ্যাপক তারেক) ‘থেলিস থেকে হিউম’ গ্রন্থ থেকে ১ হাজার ৩৪৩ শব্দ জালিয়াতি, ভারতীয় দর্শনগ্রন্থ থেকে ৭২ শব্দ এবং ‘পাশ্চাত্য দর্শনের সংক্ষিপ্ত ইতিহাস আধুনিক যুগ’ গ্রন্থ থেকে ৩৭৯ শব্দসহ প্রায় ২ হাজার ২টি শব্দ চুরি করেছেন। এ ছাড়া তিনি প্রবন্ধটিতে ১৮৫ শব্দ কোট করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অধ্যাপক তারেক হিন্দুধর্মে বর্ণিত ঈশ্বরের গুণাবলি সম্পর্কে লিখছেন ১৫৪ পৃষ্ঠায়। এসব তথ্য রাধাগোবিন্দ নাথ থেকে নেওয়া; যা ই সি ডিমোক রচিত ‘দ্য প্লেস অব দ্য হিডেন মুন’ গ্রন্থের ফুট নোটে উল্লেখ রয়েছে।
News Source
 
 
 
 
Today's Other News
• মদ দিয়ে নারী এমপিকে মাতাল করে যৌন হয়রানি
• রাজশাহীতে বেড়েছে সাইবার অপরাধ, হ্যাকার প্রতারকের দৌরাত্ম্য
• প্রভাব খাটিয়ে চাকরি, জালিয়াতি করে পদোন্নতি
• বরগুনায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
• কুড়িয়ে পাওয়া রিয়েল বিক্রির নামে কমিশন প্রতারণা
• ডেলিভারি ম্যান সেজে গাঁজা পাচার
• পাহাড়ি নারী পাচার: ২ তরুণী গ্রেপ্তার, রিকার বাসায় অভিযান
• কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচার, গ্রেফতার
• এবার মানব পাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার
• চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved