Hawkerbd.com     SINCE
 
 
 
 
সেলিম প্রধানের মনোনয়ন বাতিলে আইনের সঠিক প্রয়োগ হয়েছে: আইনজীবী [ অনলাইন ] 25/04/2024
সেলিম প্রধানের মনোনয়ন বাতিলে আইনের সঠিক প্রয়োগ হয়েছে: আইনজীবী
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ক্যাসিনোকাণ্ডে বহুল আলোচিত সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিলে আইনের সঠিক প্রয়োগ হয়েছে বলে জানিয়েছেন এ মামলার আইনজীবী মাহিন এম রহমান। সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, দুর্নীতি দমন আইন ও মানি লন্ডারিং আইনের আওতায় নৈতিক স্থলনজনিত কারণে সেলিম প্রধানের দুই বছরের বেশি সাজা হয়েছে। ফলে উপজেলা পরিষদ আইন ধারা ২ (ঘ) অনুযায়ী নির্বাচনে তিনি অযোগ্য। বিষয়টি রিটার্নিং কর্মকর্তারা নজরে আনায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এতে আইনের সঠিক প্রয়োগ হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাছাই–বাছাইয়ে সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।  সাজাপ্রাপ্ত আসামি হয়েও সেলিম প্রধান প্রার্থী হওয়ার বিষয়ে অভিযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান। অভিযোগের বিষয়ে শুনানি করেন মাহিন এম রহমান।

এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ হওয়া চার প্রার্থী হলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদের তমাল ও আওয়ামী লীগ সমর্থক আবু হোসেন ভূঁইয়া (রানু)।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি–বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূলহোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খেটেছেন। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন।

সেলিম প্রধান জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান। তিনি থাই ডন হিসেবেও পরিচিত। জেল খেটে গত বছরের শেষের দিকে নিজ এলাকা রূপগঞ্জে ফেরেন। এরপর থেকেই ‘ক্যাসিনো গুরু, থাই ডন’ নামে পরিচিত এই ব্যবসায়ী। এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর রূপগঞ্জের নানা মহলে তাকে নিয়ে চলছে আলোচনা।
News Source
 
 
 
 
Today's Other News
• চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ১০ অভিযোগ, ৯ সদস্যের অনাস্থা
• সরকারি চাল আত্মসাৎ, ডিলারের বিরুদ্ধে মামলা
• এমসিসি তহবিলের অর্থ গায়েব, তদন্ত শুরু
• সৌদি আরবে সাতক্ষীরার নারীকে ‘যৌনদাসীর’ মতো ব্যবহার, হোয়াটসঅ্যাপে বাঁচার আকুতি
• অর্ধশত ক্যাসিনো কুশীলব হাওয়া
• লোভনীয় সিরামিক্স বিজ্ঞাপনে রমরমা অনলাইন প্রতারণা
• নারী ম্যাজিস্ট্রেট ও সেনা অফিসার পরিচয়ে প্রতারণা
• জালিয়াতি ধরা পড়ার পরও বুক ফুলিয়ে ঘুরছেন ওসমান
• রংপুরে ৯ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
• ভুয়া নিয়োগপত্রে কোটি টাকা হাতিয়ে নেন শিবলু, অতঃপর...
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved