Hawkerbd.com     SINCE
 
 
 
 
ফুলবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের দেড় কোটি টাকা আত্মসাৎ: তদন্ত কমিটি গঠন [ অনলাইন ] 25/04/2024
ফুলবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের দেড় কোটি টাকা আত্মসাৎ: তদন্ত কমিটি গঠন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দারিদ্র্যবিমোচন ঋণ কর্মসূচির (পরিবারভিত্তিক ঋণ) কার্যক্রমের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে দফায় দফায় তদন্ত হলেও এ অনিয়মের সঙ্গে কে বা কারা জড়িত তা অজানাই রয়ে গেছে। ফলে আবারও ৫ সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ অডিট টিম গঠন করে প্রতিবেদন দাখিল করার জন্য অফিস আদেশ জারি করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দারিদ্র্যবিমোচন ঋণ কর্মসূচির  কার্যক্রমের আওতায় ৪৮০ কেন্দ্রে কয়েক কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। 

প্রথমে ভালো চললেও ১৯৯৯ সাল থেকে ২০০৮ সালের মধ্যে সরকারি এ প্রতিষ্ঠানটির ঋণ কর্মসূচি মুখ থুবড়ে পড়ে। এই সুযোগে এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। তারা কৌশলে বেশির ভাগ কেন্দ্রে ভুয়া তালিকা প্রণয়ন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কর্মচারীদের একাংশ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালেও দুর্নীতিবাজদের ঘাঁটি শক্ত হওয়ায় তা চাপা পড়ে যায়। কিন‘ দীর্ঘদিন পর প্রতিষ্ঠানটির প্রায় দেড় কোটি টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাতের বিষয়টি অভিযোগ আকারে উত্থাপিত হয়। গত ৩১শে মার্চ ২০২৪ ইং যুব উন্নয়ন অধিদপ্তরের দারিদ্র্যবিমোচন ঋণ কর্মসূচির পরিচালক একেএম মফিজুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে নতুন করে ৫ সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ অডিট টিম গঠন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পরিবারভিত্তিক ঋণ কার্যক্রমের দৈনিক আদায় রেজিস্টারে গরমিল, ঋণের মাস্টাররোল, রেজিস্টারের পরিবর্তে ডুপ্লিকেট রেজিস্টার তৈরিকরণ, ঋণ গ্রহীতাদের ব্যক্তিগত ঋণের আবেদন নথি না থাকা। ঋণ বিতরণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

প্রধান কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, উপজেলাটির পরিবারভিত্তিক কর্মসূচিতে ১ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকা খেলাপি রয়েছে।

সরজমিন ৪৬৭ নং কেন্দ্রে গিয়ে জানা যায়, কেন্দ্রটিতে প্রথম দফায় ৪৫ জন সদস্যের জনপ্রতি ৭ হাজার টাকা করে ঋণ অনুমোদিত  হলেও ১১/০৭/২০০৫ তারিখে ঋণের চেক প্রদান করা হয় ৩০ জনকে।  অন্যদিকে একই স্মারক ব্যবহার করে অপর একটি ৪৬৭ নং কেন্দ্র গঠন করে ৪৫ জন সদস্যের নামে জনপ্রতি আবারও ৭ হাজার টাকা করে ঋণ বিতরণ দেখানো হয়। এরপর ২৮/০৫/২০২৪ ইং তারিখ দ্বিতীয় দফায় একই স্মারক ব্যবহার করে দুইটি কেন্দ্রের একটিতে ৪৫ জন এবং অপরটিতে ৩২ জন সদস্যের মাঝে জনপ্রতি ৮ হাজার টাকার চেক বিতরণ দেখানো হয়। যাহা ওই কেন্দ্রের কেন্দ্র প্রধানসহ অন্য সদস্যরা কিছুই জানেন না। চার দফায় ওই কেন্দ্রটি থেকে ওই অসাধু চক্রটি ১২ লাখ ৪৬ হাজার টাকা উত্তোলন করলেও ৩০ জন সদস্য শুধুমাত্র এক দফায় জনপ্রতি ৭ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা ঋণপ্রাপ্ত হন। প্রায় প্রতিটি কেন্দ্রে নামে বেনামে ঋণ অনুমোদন করে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকা।

৪৬৭ নং কেন্দ্রের কেন্দ্র প্রধান মজিবর রহমান বলেন, আমিসহ আমার কেন্দ্রের ৩০ জন সদস্য গ্রুপ এনিমেটর সেহাব স্যারের মাধ্যমে একবার জনপ্রতি ৭ হাজার টাকা করে ঋণ উত্তোলন করি। পরবর্তীতে আমরা আর কোন ঋণ গ্রহণ করি নাই। সদস্যরা তাদের ঋণের টাকা যথা সময়ে পরিশোধ করেছেন।

এ বিষয়ে তৎকালীন গ্রুপ এনিমেটর সেহাব উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তৎকালীন অপর এক গ্রুপ এনিমেটর ও বর্তমানে রাজারহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইবরাহীম খলিল আনোয়ারী জানান, আমি সে সময় চন্দ্রখানা শাখায় কর্মরত ছিলাম। এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে বিষয়টি নিয়ে প্রধান কার্যালয় থেকে তদন্ত টিম গঠন হয়েছে বলে শুনেছি।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায় জানান, ডুপ্লিকেট রেজিস্টার তৈরি করে ঋণ উত্তোলনের ঘটনাটি আমি শুনেছি। প্রধান কার্যালয় থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত হলে সবকিছু বেরিয়ে আসবে। কারা এর সঙ্গে জড়িত ছিল। 
 
News Source
 
 
 
 
Today's Other News
• চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ১০ অভিযোগ, ৯ সদস্যের অনাস্থা
• সরকারি চাল আত্মসাৎ, ডিলারের বিরুদ্ধে মামলা
• এমসিসি তহবিলের অর্থ গায়েব, তদন্ত শুরু
• সৌদি আরবে সাতক্ষীরার নারীকে ‘যৌনদাসীর’ মতো ব্যবহার, হোয়াটসঅ্যাপে বাঁচার আকুতি
• অর্ধশত ক্যাসিনো কুশীলব হাওয়া
• লোভনীয় সিরামিক্স বিজ্ঞাপনে রমরমা অনলাইন প্রতারণা
• নারী ম্যাজিস্ট্রেট ও সেনা অফিসার পরিচয়ে প্রতারণা
• জালিয়াতি ধরা পড়ার পরও বুক ফুলিয়ে ঘুরছেন ওসমান
• রংপুরে ৯ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
• ভুয়া নিয়োগপত্রে কোটি টাকা হাতিয়ে নেন শিবলু, অতঃপর...
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved