Hawkerbd.com     SINCE
 
 
 
 
নারী ফুটবল লিগ শুরু আজ [ অনলাইন ] 27/04/2024
নারী ফুটবল লিগ শুরু আজ
রৌদ্রের খরতাপে পুড়ছে দেশ। প্রচন্ড দাবদাহে জীবন ওষ্ঠাগত। এমন আবহাওয়ার মধ্যেই ৯ দলের অংশগ্রহণে আজ শনিবার থেকে শুরু হচ্ছে নারী প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় লিগের দলগুলো হলো- নাসরিন স্পোর্টস একাডেমি, বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স, জামালপুর কাচারিপাড়া একাদশ ও জামালপুর সদ্যপুষ্করনী স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের শুরুতেই দুই ভাই গোলাম রব্বানী ও গোলাম রায়হানের লড়াই। সাবেক জাতীয় দলের কোচ গোলাম রব্বানী রয়েছেন আর্মি দলের দায়িত্বে। অন্যদিকে আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ দলের কোচের দায়িত্বে গোলাম রায়হান। এই ম্যাচটি শুরু হবে বেলা পৌনে ৪টায়। তবে তার আগে সকাল সাড়ে ৯টায় খেলবে ফরাশগঞ্জ ও উত্তরা ফুটবল ক্লাব। ফি দিন দু'টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি দলকে অংশগ্রহণ বাবদ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন দল ৫ ও রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা। জাতীয় দল ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়রা থাকায় এবার লিগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন জাতীয় দল ও নাসরিন স্পোর্টস একাডেমির অধিনায়ক সাবিনা খাতুন। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সাফ অনুষ্ঠিত ১৯ ও ১৬ চ্যাম্পিয়ন দলের বেশ ক'জন খেলোয়াড় এবারের লিগে অংশ নিচ্ছে। তাই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হবে।'

News Source
 
 
 
 
Today's Other News
• অর্থনীতির দুই চ্যালেঞ্জ মোকাবিলায় তিন পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের
• ন্যাশনাল ব্যাংকের ১২৫ কোটি টাকার শেয়ার হাতবদল
• একীভূতকরণের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে হোঁচট
• সোনালী, অগ্রণী, রূপালী ও জনতার খেলাপি ঋণ প্রায় ৬৩ হাজার কোটি টাকা
• এক্সিম ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর
• সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৪তম সাধারণ সভা অনুষ্ঠিত
• এক্সিম ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর
• এক্সিম ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর
• এক্সিম ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর
• ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved