Hawkerbd.com     SINCE
 
 
 
 
তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন [ অনলাইন ] 24/04/2024
তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। তিনি অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে ওই অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

অবশ্য অভিযোগপত্রের ব্যাপারে তৌফিক ইমরোজ খালিদী বলেছেন, এ অভিযোগ এতটাই হাস্যকর, যুক্তিহীন ও ভিত্তিহীন যে দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকে এটা গভীরভাবে প্রশ্নবিদ্ধ করবে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ২৯ জুলাই মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। এই টাকা তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন মর্মে তথ্য-উপাত্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তৌফিক ইমরোজ খালিদী ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এবং জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত।

মামলার অভিযোগে বলা হয়, ওই অস্থাবর সম্পদ দখলে রেখে তৌফিক ইমরোজ খালিদী দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারায় অপরাধ করেছেন। দুদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিডিনিউজের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের পর মামলা করে।

অর্থের উৎস নিয়ে তৌফিক ইমরোজ খালিদী এর আগে বলেছেন, স্বীকৃতভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেয়ার হস্তান্তরের মাধ্যমে ওই টাকা অর্জন করা হয়েছে। তাই বিক্রি করা শেয়ারের অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা শেয়ার ক্রয়কারীকে করা উচিত।
News Source
 
 
 
 
Today's Other News
• তিতাসে চাঁদা না দেওয়ায় তুলে নিয়ে নির্যাতন
• কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
• বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
• চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রলীগ নেতা অনিকের নামে মামলা
• ১৫ কোটি টাকার সম্পদের উৎস দেখাতে পারেননি আসলাম
• ঋণখেলাপিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল জরুরি: ড. মইনুল ইসলাম
• অর্থ পাচার ও খেলাপি ঋণের নেপথ্যে দুর্নীতি: ড. জাহিদ হোসেন
• গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ১২০৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩
• রাজশাহীতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ২ লাখ টাকা দাবি
• দোকানে অভিযান চালিয়ে কোটি টাকার নিষিদ্ধ উত্তেজক জব্দ, ব্যবসায়ী কারাগারে
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved