Hawkerbd.com     SINCE
 
 
 
 
নবায়নযোগ্য জ্বালানি ৪০% করতে চায় সরকার [ অনলাইন ] 25/04/2024
নবায়নযোগ্য জ্বালানি ৪০% করতে চায় সরকার
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।

গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপোর তৃতীয় দিনে ‘ইমপ্লিমেন্টেশন ন্যাশনাল গাইডলাইনস ইন আরবান লোকাল গভর্মেন্ট কন্টেক্সট উইথ ইফেক্টিভ পার্টিসিপেশন : লার্নিং ফ্রম প্র্যাকটিসেস’ শীর্ষক কারিগরি অধিবেশনে প্রধান প্যানেলিস্টের বক্তব্যে এ কথা বলেন তিনি।

পরিবেশসচিব বলেন, অভিযোজন সক্ষমতায় বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। বাস্তবতা বিবেচনায় জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ করছে বাংলাদেশ।

তাই অতিরিক্ত তাপমাত্রাজনিত পরিস্থিতি সামাল দিতে নগর ও শহরে প্রচুর গাছ লাগাতে হবে। সরকার প্রচুর গাছ লাগাচ্ছে। জনগণকেও প্রচুর গাছ লাগাতে হবে। রাজধানী ঢাকায় মাটি ও জলাশয়ের পরিমাণ বাড়াতে হবে।

সচিব আরো বলেন, জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থ সহায়তা অপরিহার্য। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০৩০ সালের মধ্যে ৬.৭৩ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তায় ২০৩০ সালের মধ্যে এই হ্রাসের পরিমাণ আরো ১৫.১২ শতাংশ হতে পারে।

স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিকল্পনা) সারোয়ার বারী, বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এম মেহেদী আহসান প্রমুখ আলোচনায় অংশ নেন।
News Source
 
 
 
 
Today's Other News
• বিদ্যুৎ বিভাগের প্রিপেইড মিটার ঘিরে উদ্বেগ
• বিদ্যুতে ভর্তুকির ৮১ শতাংশই ক্যাপাসিটি চার্জ
• এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বেড়েছে
• বিদ্যুৎ ও গ্যাসের দাম ফের বাড়ানোর প্রস্তাব
• ধাক্কা সামলে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved