Hawkerbd.com     SINCE
 
 
 
 
পাবনায় পাউবোর দুই প্রকৌশলী জেলহাজতে, লেনদেন তদন্তে দুদক [ অনলাইন ] 25/04/2024
পাবনায় পাউবোর দুই প্রকৌশলী জেলহাজতে, লেনদেন তদন্তে দুদক
অবৈধ ৫ লাখ ৭০ হাজার টাকাসহ পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মাসুদ রানা ও মোশাররফ হোসেনকে আটকের পর বুধবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ আইনি প্রক্রিয়া শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অবৈধ টাকা লেনদেনের বিষয়টি দুদক অনুসন্ধান করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঠিকাদার আরিফুজ্জামান রাজীব ও রোকনুজ্জামান তুষার এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া প্রকল্প দেখিয়ে বিল ভাউচারের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে মঙ্গলবার পাবনা পানি উন্নয়ন বোর্ডে যান সংবাদকর্মীরা। এ সময় তথ্য ও বক্তব্যের জন্য পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার কক্ষে গেলে ওই কক্ষ ভেতর থেকে বন্ধ পান। কয়েকবার নক করার পর মাসুদ রানা দরজা খুললে ঠিকাদার আরিফুজ্জামান রাজীব, কমিশনার ও পানি উন্নয়ন বোর্ডের এসডি মোশাররফসহ কয়েকজনকে দেখতে পান সংবাদকর্মীরা। এ সময় টেবিলে বিপুল অর্থও দেখা যায় এবং এর পরই আরেক ঠিকাদার কনক সেখানে হাজির হন। সরকারি অফিসে ঠিকাদারের সঙ্গে বন্ধ কক্ষে কীসের অর্থ লেনদেন হচ্ছে– জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তখন সংবাদকর্মীরা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে জানান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঠিকাদার রাজীব, কনকসহ কয়েকজন পালিয়ে যান। পুলিশ দুদককে জানালে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে।
News Source
 
 
 
 
Today's Other News
• চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ১০ অভিযোগ, ৯ সদস্যের অনাস্থা
• সরকারি চাল আত্মসাৎ, ডিলারের বিরুদ্ধে মামলা
• এমসিসি তহবিলের অর্থ গায়েব, তদন্ত শুরু
• সৌদি আরবে সাতক্ষীরার নারীকে ‘যৌনদাসীর’ মতো ব্যবহার, হোয়াটসঅ্যাপে বাঁচার আকুতি
• অর্ধশত ক্যাসিনো কুশীলব হাওয়া
• লোভনীয় সিরামিক্স বিজ্ঞাপনে রমরমা অনলাইন প্রতারণা
• নারী ম্যাজিস্ট্রেট ও সেনা অফিসার পরিচয়ে প্রতারণা
• জালিয়াতি ধরা পড়ার পরও বুক ফুলিয়ে ঘুরছেন ওসমান
• রংপুরে ৯ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
• ভুয়া নিয়োগপত্রে কোটি টাকা হাতিয়ে নেন শিবলু, অতঃপর...
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved